• 2 years ago
হরিয়ানা নিয়ে তিনি কোনও ট্যুইট করেননি। তাঁর নাম করে যে ট্যুইট করা হয়েছ, তা ভুয়ো। তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল। তিনি কোনও ধরনের ট্যুইট করেননি। হরিয়ানার নুহ-তে হিংসার ঘটনায় গোবিন্দার ট্য়ুইটার অ্যাকাউন্ট থেকে যে ট্য়ুইট করা হয়, তার জন্য তিনি দায়ি নন। বিষয়টি নিয়ে তিনি সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন।

Category

🗞
News

Recommended