খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের পর থেকে ভারতের সঙ্গে কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ চড়তে শুরু করেছে। নিজ্জর খুনের পর 'ভারত যোগের' অভিযোগ করা হয় কানাডার তরফে। যা ততক্ষণাৎ নস্যাৎ করে দেয় দিল্লি। এরপর থেকেই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন জেরে ভারতে থাকা কানাডার ৪১ জন কূটনীতিককে ওট্টাওয়া দেশে ফেরাক বলে জানায় দিল্লি।
Category
🗞
News