বৃহস্পতিবারই বিয়ে সন্দীপ্তা সেনের। বিয়ের পিঁড়িতে বসার আগে বুধবার নিয়ম করে বাবা, মায়ের হাতে আইবুড়োভাত খান সন্দীপ্তা সেন। যেখানে একেবারে ঘরোয়াভাবেই আইবুড়োভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবার এবং প্রিয় বন্ধু ত্বরিতার সঙ্গে আইবুড়োভাত খান সন্দীপ্তা।
Category
😹
Fun