• last year
ইজরায়েলের বিমান হামলায় নিহত হামাসের শীর্ষ নেতা সালেহ-আল-আরৌরি। মঙ্গলবার ইজরায়েলি সেনা দক্ষিণ বেইরুটে হামলা শুরু করলে, নিহত হয় হামাসের শীর্ষ নেতা। হামাসের রাজনৈতিক প্রশাসক সালেহ-র নিহত হওয়য়ার খবর আল আকসা টিভিতে জানানো হয় প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠনের তরফে।

Category

🗞
News

Recommended