• last year
বেঙ্গালুরু সিইও সূচনা শেঠের ছেলের খুনের ঘটনায় এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। সূত্রের খবর, ৭ জানুয়ারি নিজের ছেলের সঙ্গে কথা বলেন সূচনার প্রাক্তন স্বামী ভেঙ্কট রমন। ইন্দোনেশিয়া থেকে ভিডিয়ো কলের মাধ্যমে ছেলের সঙ্গে কথা বলেন ভেঙ্কট। বাবার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলার পর চরম পরিণতি নেমে আসে ওই বছর চারের খুদের জীবনে।

Category

🗞
News

Recommended