• last year
মালতীর ২ বছরের জন্মদিনে তাকে নিয়ে মন্দিরে গেলেন প্রিয়াঙ্কা চোপড়া। মা মধু চোপড়া এবং স্বামী নিক জোনাসের সঙ্গে মার্কিন মুলুকে মালতীকে নিয়ে মন্দিরে যান প্রিয়াঙ্কা। সেখানে মালা, টিপ পরিয়ে ঈশ্বরের আশীর্বাদ নিতে দেখা যায় প্রিয়াঙ্কা, নিকদের। মন্দিরে যাওয়া থেকে শুরু করে মেয়ের জন্মদিনে 'বিচ ভ্যাকেশন', সবকিছুরই টুকরো ছবি শেয়ার করেন প্রিয়াঙ্কা।

Category

🗞
News

Recommended