• 2 months ago
শারদ নিশির হিমেলা বাতাস

শরতের গান
নজরুল গীতি
শিল্পী :-অপর্ণা ভট্টাচার্য্য।
সঙ্গত:- সুব্রত দাস।
******************************************
Sharad nishi himela batas...

Nazrulgeeti
Sharater gaan
Artist :- Aparna Bhattacharyya.
Accompanist :- Subrata das.
******************************************
গানের কথা::

শারদ নিশির হিমেলা বাতাস
তারা ভরা এই অসিম আকাশ,
স্বপ্ন-বিলাসিনী চাঁদের আবাস
কাশফুল দোলে কার নিশ্বাস।।
শিউলি মালা গলে শরত রাণী
লাবণী মাখা যেন তাহারই বাণী,
তোমার বেনু বীনা, আমার এ বীণা
সুর তোলে যেন দীর্ঘশ্বাস। ।
এমন চাঁদের তিথি এমন শারদ রাতি,
মৌন মুখর ধরা তব সুর ছিল সাথি।
রাখীখানি যবে হায় নিয়েছিলে কর পাতি,
এসো গো ধ্যানে মম ত্যাজিয়া সে পরবাস।।
******************************************

Category

🎵
Music

Recommended