• 3 weeks ago
বাংলা নতুন গান ত্রিশালকে স্বাগত নতুন বছর২০২৫ Trishalke Swagoto Welcome New Year2025 #song #নতুনগান ‎@Sm00103  ‎@tseries  ‎@EagleMusicVideoStation 


আসছে সে নতুন সাল
স্বাগত 2025 স্বাগত তোমাকে
হে হে হে লা লা লা ওই ওই ওই

নতুন আলো, নতুন ভোর,
ত্রিশাল এলো নতুন ডোর।
স্বপ্ন জাগুক প্রাণের মাঝে,
২০২৫ স্বাগত আজে।

আসছে সে নতুন সাল
স্বাগত 2025 স্বাগত তোমাকে
হে হে হে লা লা লা ওই ওই ওই

আলো ছড়াক চারপাশে,
নবীন রঙে হাসি ভাসে।
ত্রিশাল তোমায় করি প্রণাম,
নতুন বছরের নতুন গান।

আসছে সে নতুন সাল
স্বাগত 2025 স্বাগত তোমাকে
হে হে হে লা লা লা ওই ওই ওই

পুরনো যত ভুলে যাওয়া,
চাই নতুন কিছু গড়া।
আসুক সুখের হাওয়া এবার,
ত্রিশালের এই সুন্দর প্রহর।

আসছে সে নতুন সাল
স্বাগত 2025 স্বাগত তোমাকে
হে হে হে লা লা লা ওই ওই ওই

গানে গানে মেতে উঠি,
নতুন দিনের রঙ তুলছি।
স্বপ্ন লিখি নতুন করে,
ত্রিশাল ধরা থাকুক হাতে।

আসছে সে নতুন সাল
স্বাগত 2025 স্বাগত তোমাকে
হে হে হে লা লা লা ওই ওই ওই

সূর্য উঠুক নতুন আশায়,
নতুন দিনের গান শুনায়।
ত্রিশাল তুমি দীপ্ত নক্ষত্র,
২০২৫-এর আশা অক্ষয়।

আসছে সে নতুন সাল
স্বাগত 2025 স্বাগত তোমাকে
হে হে হে লা লা লা ওই ওই ওই

স্বপ্ন দিয়ে পথ রাঙাই,
নতুন দিনের আশায় জ্বলাই।
ত্রিশাল তুমিই আলোর ছোঁয়া,
২০২৫ তুমিই দোলা।


---

আপনার সুর ও গায়কীর জন্য এটি সহজেই মানিয়ে নিতে পারবেন। নতুন বছরকে উদযাপন করার জন্য এটি এক সুন্দর অনুপ্রেরণা হতে পারে।

গানের টাইটেল (Title):
বাংলা: ত্রিশালকে স্বাগত - নতুন বছর ২০২৫
ইংরেজি: Trishalke Swagoto - Welcome New Year 2025


---

ডেসক্রিপশন (Description):

বাংলা:
ত্রিশালকে স্বাগত জানিয়ে নতুন বছর ২০২৫ উদযাপনের জন্য এই গানটি একটি সুন্দর উপহার। এটি নতুন দিনের স্বপ্ন, আশা ও আনন্দকে তুলে ধরে। গানের প্রতিটি লিরিকে নতুন দিনের উজ্জ্বল সূর্যোদয়ের আহ্বান করা হয়েছে। নতুন বছরকে স্বাগত জানানোর এই গানটি আপনার মন ছুঁয়ে যাবে।

ইংরেজি:
This song, "Trishalke Swagoto," is a beautiful tribute to welcoming the New Year 2025 with joy and hope. Each lyric captures the dreams, aspirations, and celebrations of a fresh beginning. Let this song fill your heart with positivity as we embrace the bright sunrise of the new year together.


---

কীওয়ার্ড (Keywords):

বাংলা:
ত্রিশাল, নতুন বছর ২০২৫, ত্রিশালকে স্বাগত, বাংলা গান ২০২৫, নতুন বাংলা গান, নতুন বছরের গান, ২০২৫ সাল উদযাপন, বাংলা লিরিক গান

ইংরেজি:
Trishal, New Year 2025, Welcome 2025, Bengali Song 2025, New Bengali Song, New Year Celebration Song, 2025 Lyrics, Bengali New Year Song


---

ট্যাগ (Tags):

বাংলা:
#ত্রিশাল #নতুনবছর২০২৫ #বাংলাগান #২০২৫সাল #নতুনবছরেরগান #বাংলালিরিক্স #উৎসবেরগান #ত্রিশালগান

ইংরেজি:
#Trishal #NewYear2025 #BengaliSong #2025Celebration #NewBengaliSong #BengaliLyrics #FestiveSong #Welcome2025


---

Category

🎵
Music

Recommended