• 2 days ago
ABP Ananda LIVE: ভোটার একজন, এপিক নম্বরও এক, অথচ দুই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম রয়েছে । বাংলার পাশাপাশি, সিকিমেরও ভোটার! । তৃণমূলের ভোটার তালিকা স্ক্রুটিনি অভিযানে, শিলিগুড়িতে হদিশ এমনই এক ভোটারের, দাবি শিলিগুড়ির ডেপুটি মেয়রের । ভোটার তালিকায় শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মীরা রায়ের ঠিকানা হিসেবে দার্জিলিঙের শিলিগুড়ির উল্লেখআবার, একই এপিক নম্বরে ওই একই ভোটারের ঠিকানা দেখাচ্ছে সিকিমের নামচি ! 

Category

🗞
News

Recommended