Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/11/2025
ABP Ananda Live: বিধানসভা ভোটের বাকি এখনও প্রায় এক বছর। এই আবহে শুভেন্দু অধিকারীর জেলায় বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল। বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন, হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। দুহাজার কুড়ি সালের উনিশে ডিসেম্বর, সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপসী। এবার ফুল বদলে গেলেন তৃণমূলে।বিরোধী দলনেতার দাবি, সাংগঠনিক জেলা সভানেত্রীর পদ হারানোর আশঙ্কা থেকেই তৃণমূলে গেছেন তাপসী মণ্ডল।

Category

🗞
News

Recommended