• 2 days ago
ABP Ananda Live: প্রথমে ইস্তফা, তারপর অন্য় দলে যোগদান। অন্য়রাজ্য়ে জনপ্রতিনিধিদের দলত্য়াগের সময় এই প্রবণতা দেখা গেলেও, বাংলায় হাতে গোনা দুএকজন ছাড়া কেউই অবশ্য় পদ ছাড়েননি। আর এই প্রেক্ষাপটেই, বঙ্গ রাজনীতিতে ফিরল সেই চেনা প্রশ্ন। এখানে কেউ দলবদল করলেও, নিজের বিধায়ক কিংবা সাংসদ পদ সঙ্গে সঙ্গে ছেড়ে দেন না কেন? এক দলের জনপ্রতিনিধি পদ ধরে রেখে, অন্য় দলে যাওয়াটা কোন নৈতিকতা?

Category

🗞
News

Recommended