• 14 hours ago
ABP Ananda LIVE :  রেললাইনে বিস্ফোরক রেখে পাকিস্তানের বালুচিস্তান সীমানায় ট্রেন হাইজ্যাক। পাক সেনা-সহ শতাধিক যাত্রীকে পণবন্দি করার দাবি বালোচ লিবারেশন আর্মির। কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার সময় জাফর এক্সপ্রেস হাইজ্যাক। সংঘর্ষে ৬ পাক সেনার মৃত্যু। বায়ুসেনার অভিযান বন্ধ না হলে পণবন্দিদের খুনের হুমকি বিএলএ-র। বাংলায় তোলপাড় ফেলে ভূতুড়ে ভোটার ইস্যু এবার রাজধানীতে! নির্বাচন কমিশনে গেল বিজেপি, তারপরেই তৃণমূল। অভিযোগ জানিয়ে এল বিজেডিও।  যেখানে বিজেপি, সেখানেই কেন ভুয়ো ভোটার? কমিশনের জবাবে সন্তুষ্ট নয় তৃণমূল। পাল্টা সিইও দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন বিজেপির। আঁতাতের অভিযোগ। ভোটার তালিকায় ভূত, উত্তাল সংসদ। আলোচনার প্রস্তাব খারিজ। রাজ্যসভা থেকে তৃণমূল-সহ বিরোধীদের ওয়াকআউট। পাশে দাঁড়াল কংগ্রেসও। ভোটার তালিকায় গরমিল। ERO, DEO, CEO পর্যায়ে অমীমাংসিত সমস্যার সমাধান কীভাবে? এপ্রিলের মধ্যে রাজনৈতিক দলের মতামত চাইল কমিশন। তাপসীর পরে তালিকায় আরও সাংসদ-বিধায়ক। বিজেপিতে আরও ভাঙনের হুঁশিয়ারি তৃণমূলের। বিজেপি ছেড়ে তৃণমূলে, শুভেন্দুর চ্যালেঞ্জের পাল্টা তাপসী।অমরাবতী মাঠের ৮৩ বিঘায় প্রোমোটার-রাজ! মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পদ আঁকড়ে পানিহাটির পুরপ্রধান। চাপের মুখে শেষপর্যন্ত ইস্তফায় রাজি।

Category

🗞
News

Recommended