ABP Ananda LIVE : কাশ্মীরের বৈসরণে জঙ্গিদের এলোপাথাড়ি গুলি। ধর্মীয় পরিচয় দেখে বেছে বেছে হিনদুু পর্যটকদের খুন। পুলওয়ামার ৬ বছর পর ফের ভয়াবহ নাশকতা সাক্ষী ভূস্বর্গ। কাশ্মীরে জঙ্গি হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর। কিছু সময়ের মধ্যেই দেওয়া হবে যোগ্য জবাব, হুঙ্কার রাজনাথের। 'ভারত ভয় পায় না, জঙ্গিদের কড়া জবাব দেওয়া হবে'। 'যারা পর্দার পিছনে থেকে এসব করাচ্ছে, কিছু সময়ের মধ্যেই মিলবে জবাব'। ধর্মকে নিশানা করে হামলা, ষড়যন্ত্রকারীদের ছাড়ব না, হুঙ্কার রাজনাথের।
Category
🗞
News