ABP Ananda LIVE : পহেলগাঁও-কাণ্ডের পর গোটা দেশ যখন বদলা চাইছে, তখন দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের একাধিক নেতার মন্তব্য়ে তৈরি হল বিতর্ক। পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে সিনধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। অথচ, UPA জমানায় কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী এবং কাশ্মীরের কংগ্রেস নেতা সইফুদ্দিন সোজ কী বললেন? তিনি বললেন--- "আমি আরও বলছি, পাকিস্তান যদি বলে যে তারা জড়িত নয়, কিছু সময়ের জন্য আসুন আমরা সেই যুক্তি গ্রহণ করি।... যদি আমরা জল আটকে দিই, এটা পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরকে ডুবিয়ে দেবে। আমার মনে হয়, আমাদের সেদিকে যাওয়া উচিত নয়।" মহারাষ্ট্রের বিরোধী দলনেতা এবং সেরাজ্য়ের কংগ্রেস বিধায়ক বিজয় ওয়াদেত্তিয়র তো আরও এক কাঠি ওপরে! পহেলগাঁওকাণ্ডে স্বজনহারারা যেখানে বলছেন, জঙ্গিরা বেছে বেছে হিন্দুদের খুন করেছে, সেখানে বিজয় ওয়াদেত্তিয়র বলছেন--- "আরে সন্ত্রাসবাদীদের জিজ্ঞাসা করার সময় থাকে? তাঁদের কাছে গিয়ে কানে কানে জিজ্ঞাসা করবে?" প্রত্য়াশিতভাবেই কংগ্রেস নেতাদের এসব মন্তব্য় নিয়ে আক্রমণ শানিয়েছেন রবিশঙ্কর প্রসাদ। বিতর্কের মুখে শেষ অবধি দলের নেতাদের মুখ বন্ধ করতে তৎপর হতে হয়েছে কংগ্রেস হাইকমান্ডকে। সূত্রের দাবি, কংগ্রেস নেতাদের এই ধরনে মন্তব্য়ে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে অত্য়ন্ত ক্ষুব্ধ। শীঘ্রই দলের নেতাদের জন্য় গাইডলাইন জারি করা হতে পারে।
Category
🗞
NewsTranscript
00:00બહેંગાવેર હમલાર પર ગોટા દેશ ચાય છે બદલાં
00:05આથહેંગેમ ંપેંગેંગેંતે વમીતેવંગેંગેંગેંગેંગેંગેંગેં એમલેંગેં જે પરસ્તેતે શામળેં
00:35What will we do with water that is available?
00:38It will submerge Punjab and Jung and Kashmir altogether.
00:43And water should flow down to the sea through its own course.
01:05Congress 33-33-ishabdhugitoh-muntaboket
01:20Hathya Akoraj B.J.P.
01:22સાહીદીતીતીતીતીત સોચ જો કશમીર કેંર કાંગ્રસાકેતી કાંગેતીતીતીતીતીતીતીતીતીત દૂરજેત�
01:52સેકરતે પણ્દે સેક્તુંતો હૂતો સેક્થોઈ તોલે નેતાદે જોનો ડાઇટ લાઇન જારએ જારએ જારએ જેખાને
02:22લેલુતે જેક્તે સેકીથીસો પાકિસ્તાન તોખ્ર કેછે આમનાતા પરોરિતો ખોદે આરીં પાકિસ્તાનુ ગ�
02:52સાકટા દે!
02:53સ્રલે સરેઝાજ!
02:55માગલા કશ્પટાદ ચાય ન, માગલા ખાબોટ ચાયન, બાગલા ખાબોટ .
02:58BANGLA KHABOR BANGLAR KHABOR