কৃষি তথ্য সেবা

@himel7623
কৃষি তথ্য সেবা কী..?
কৃষি তথ্য সেবা হলো কৃষকদের ফসলের বিভিন্ন সমস্যার (রোগ, পোকামাকড়, সারের ঘাটতিজনিত সমস্যা ইত্যাদি) একাধিক চিত্র ফসলভিত্তিক যৌক্তিকভাবে সাজিয়ে এবং তার সাথে সমস্যার সমাধান যুক্তকরে তৈরি করা একটি তথ্য ভাণ্ডার। এখানে ব্যবহারকারী ছবি দেখে ফসলের যে কোনো সমস্যাকে সহজেই চিহ্নিত করতে পারেন এবং চিহ্নিত সমস্যার সমাধানের জন্য উপোযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। এক কথায়-কৃষকদের ফসলের সমস্যাকে তুলে এনে সমাধান করায় হচ্ছে আমাদের লক্ষ।"
Description
The evolution of agriculture ..?
The evolution of agriculture is a collection of information on various crop problems (diseases, insects, fertilizer deficiencies, etc.) of farmers by logically arranging multiple images based on the crop and combining the solutions with the problem. Here the user can easily identify any problem of the crop by looking at the pictures and appropriate measures are taken to solve the identified problem. In a word, our goal is to solve the problem of farmers by raising their crops. "