Music World BD

Music World BD

@musicworldbd
আপনার কি মন খারাপ?

আমার এই চ্যানেলে অনেক ভালো ভালো অডিও গানের অ্যালবাম আছে, যা শুনলে আপনার মন খারাপ ভালো হায়ে যাবে এবং গান গুলো শুনে মনে ১০১% ত্রিপ্তি পাবেন।।
এখানে পাবেন, হারানো দিনের গান, কষ্টের গান, বিরহের গান, বিচ্ছেদ গান, রিমিক্স গান, বাউল গান, লোক গান, আধুনিক গান,
আর মন ভালো না হলে আপনার ইন্টারনেট এম বি ফেরত দিয়ে দেব!

আর এই চ্যানেলের প্রতি কোন অভিযোগ থাকলে দয়া করে যে কোন ভিডিও তে গিয়ে কমেন্টে লিখে দিন।
অথবা ফেসবুক পেজে ম্যাসেজ দিন।
https://www.facebook.com/musicworldbd

ধন্যবাদ এই চ্যানেলে আসার জন্য।

*** বাংলা গান নিয়ে ফান! ***

কিছ জনপ্রিয় গানের লিরিকস যদি তেমন না হয়ে এমন হত?
(১)
আমার মনের ফুলদানিতে
রেখো তোমার মন,
কারণ বাজারে ফুলের দাম
বেড়ে গেছে এখন।

ফুল কিনতে পয়সা লাগে
পকেট আমার ফাঁকা
তার চেয়ে সহজ বরং
প্রেমের ছবি আঁকা।

(২)
তুমি আমার ঘুম
তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা,
মিথ্যে কথা, ঘুমালে আমি
দিন রাত্রির খেয়াল রাখিনা।

স্বপ্ন দেখার সময় কই
নাক ডেকে অস্থির,
স্বপ্ন দেখে রাজা বাদশা
আমি যে পথের ফকির।

কিছু মনে করবেন না, আপনাকে একটু হাসানোর চেষ্টা করলাম