Passion for Learn

@passionforlearn
আমরা সবাই গ্লোবাল ভিলেজ এ বাস করছি। আর এই গ্লোবাল ভিলেজ এর মূল ভিত্তি হচ্ছে ইন্টারনেট। আমরা ইন্টারনেট কে কেউ ব্যবহার করি শেখার ক্ষেত্রে আবার অনেকেই বিনোদনের ক্ষেত্রে। আমরা হয়তো অনেকেই কল্পনাও করতে পারিনা ইন্টারনেট থেকে কত কিছু শেখা যায়। তাও আবার ফ্রিতে। অনেকেই হয়তো টাকা খরচ করে বিভিন্ন জায়গায় গিয়ে শিখে। হতে পারে সেটা কম্পিউটার এর হাতে খড়ি বা কম্পিউটার প্রোগ্রামিং বা অন্য কোন কিছু। তারা হয়তো এটা জানেও না যে ফ্রি তে কত কিছুই শেখা যায়, ঘরে বসে, ইচ্ছে মত, নিজের সময়মত। আমরা বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় পাঠশাল হচ্ছে ইন্টারনেট। তাই আমাদের ইন্টারনেটের মাধ্যমে বাংলা ভাষায় ফ্রী কোয়ালিটি এডুকেশন দেওয়ার ছোট্ট একটি চেষ্টা ‌।