• 10 years ago
জাকিয়া সুলতানা,লন্ডন থেকেঃ আজ ২রা নভেম্বর প্রতি বছরের ন্যায় এবারও লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটসের উদ্যোগে 'ফায়ার ওয়ার্কস নাইট' উদযাপন করা হয়েছে।
সন্ধ্যা ৭টা থেকে ৭.২০টা পর্যন্ত বিভিন্ন রঙের ও বিভিন্ন ধরনের আতশ-বাজী প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

বাঙ্গালীদের প্রাণকেন্দ্র ব্যাথনাল গ্রিনের 'ওয়েভারস ফিল্ডস' ও 'মিলওয়াল পার্কে' আয়োজন হয়েছিল এ অনুষ্ঠানের।

একই সাথে দু'টি স্থানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রচুর জনসমাগম হয়। বিপুল পরিমাণ বাঙ্গালীরাও গিয়েছিল এ অনুষ্ঠান উপভোগ করার জন্য।

শিক্ষা-প্রতিষ্ঠান আজ বন্ধ থাকায় অনেক শিশু-কিশোর পূর্ব ঘোষিত এ অনুষ্ঠানে উপস্থিতি ছিল লক্ষ্য করার মত।

Category

🗞
News

Recommended