• 6 years ago
ভাইজান এলরে সিনেমার শুটিং চলছিল লন্ডনে। প্রচন্ড শীতের মাঝে চলছিল শুটিং। একটি নাচের দৃশ্যধারণ করা হচ্ছিল সেদিন। নাচের দৃশ্যে পায়েলকে শট দিতে হয় স্বল্পবসনে। একদিকে প্রচন্ড ঠান্ডা আবহাওয়া আপরদিকে পাতলা স্বল্প বসন। পায়েল প্রচণ্ড ঠান্ডায় কাপতে থাকেন শুটিং স্পটে। তার সহশিল্পী ছিলেন সাকিব খান। প্রচন্ড শীতে কাপতে কাপতেই শুটিং করতে হয় পায়েলকে। শীত থেকে পায়লকে রক্ষার জন্য শটের ফাঁকে এক সহকারীকে দেখা যায় পায়েলকে চাদরে জড়িয়ে রাখতে।

Category

People

Recommended