ইউসুফ জুলেখা মেগা পর্ব বাংলা ডাবিং । yousuf zulekha bangla dubbing meaga episod 41-43

  • 4 years ago
এই চ্যানেলে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ইউসুফ জুলেখা বাংলায় ডাবিংকৃত টিভি সিরিয়াল এইচডি কোয়ালিটিতে দেখতে পাবেন। তাই আমাদের চ্যানেলটি Follow কর, সাথে থাকুন ।
Gymnopedie No 2 by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (https://creativecommons.org/licenses/by/4.0/)
Source: http://incompetech.com/music/royalty-free/index.html?isrc=USUAN1100786
Artist: http://incompetech.com/
“ইউজারসিফ”একটি অসাধারণ ইসলামী ইতিহাস ভিত্তিক ইরানী নাটক। এক কথায় , অসাধারণ একটা ইতিহাসকে খুবই সুন্দর উপস্থাপনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

#ইউসুফজোলেখা
ইসলামের পয়গম্বর জোসেফ: ইউসুফ-এ-পয়ম্বর
বিশ্বজুড়ে দর্শকনন্দিত টিভি সিরিয়াল ‘ইউসুফ-জুলেখা’ বাংলাদেশে প্রথমবারের মতো প্রচারিত হয়, জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল– এসএটিভিতে। বাংলায় ডাবিং করা সিরিয়ালটি পবিত্র কুরআনে উল্লেখিত মুসলমানদের নবী হযরত ইয়াকুব (আঃ) এবং তার পুত্র ইউসুফ (আঃ) এর ঘটনাবলীকে কেন্দ্র করে নির্মিত। জনপ্রিয় এই সিরিয়ালটির বাংলায় অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ। যিনি বর্তমানে ইরানে ডক্টরেট ডিগ্রি করছেন।

হযরত ইউসুফ (ইংরেজি: Joseph অথবা Yosef, হিব্রু: יוֹסֵף, আধুনিক Yosef তিবেরিয়ান Yôsēp̄; আরবি: يوسف, Yusuf) ইহুদি, খ্রিস্ট, এবং ইসলাম ধর্মে স্বীকৃত একজন পয়গম্বর। কোরআন এবং হিব্রু বাইবেলের বর্ণনা অনুসারে, তিনি হযরত ইয়াকুব এর বারো ছেলের ১১তম ছেলে। তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে জানতেন। ইউসুফ নামটি মুসলিম জাতি এবং মধ্যপ্রাচ্যর মধ্যে সাধারণ নামগুলোর একটি।

হিব্রু বাইবেল এবং কোরআনের বিভিন্ন স্থানে ইউসুফ নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু শুধু কোরআনের সূরা ইউসুফে তার ঘটনা সম্পূর্ণ ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। ইউসুফের ঈর্ষান্বিত ভাইরা তাকে একটি কাফেলার দলের কাছে কম মূল্যে বিক্রি করে দেয়, পরবর্তীতে তিনি মিশরের বাদশাহর পরে দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি হন।

Recommended