• 9 years ago
Song: Cholo Arekbar Uri
Singer:Rafa
Natok:Otopor.....

সকালে রোদে তুমি আমি হাঁটব পথ হারা,
নিয়ম ভেঙ্গে তুমি আমি বলবো সব কথা।
রংধনু বাতাসে তুমি আমি হাসবো সারাক্ষণ,
আলোর মিছিলে তুমি আমি আসবো প্রতিক্ষণ।
মুহুর্ত হাসবে যতই আড়ালে থাকি তবুও,
সুখের মলাটে গাইবো আনমনে তুমি আর আমি।
চলো আরেকবার উড়ি,
চলো আরেকবার ভাসি,
চলো আরেকবার হারায়,
তুমি আর আমি।।
চলো আরেকবার উড়ি,
চলো আরেকবার ভাসি,
চলো আরেকবার কাছে আসি শুধু তুমি আর আমি ।।
জ্যোৎস্নার আগুনে তুমি আমি পুড়বো সারা রাত,
ঝড়ো বাতাসে তুমি আমি ভিজবো সারা রাত ।
সুখ ওড়াবো আসুক যতই অভিমানে,
সুখের বুনো স্রোতে গাইবো আনমনে।
মুহুর্ত হাসবে যতই,
আড়ালে থাকি তবুও,

সুখের মলাটে গাইবো আনমনে তুমি আর আমি।
চলো আরেকবার উড়ি,
চলো আরেকবার ভাসি,
চলো আরেকবার হারায়,
তুমি আর আমি।
চলো আরেকবার উড়ি,
চলো আরেকবার ভাসি,
চলো আরেকবার কাছে আসি শুধু তুমি আর আমি ।।
চলো আরেকবার উড়ি,
চলো আরেকবার ভাসি,
চলো আরেকবার হারায়,
তুমি আর আমি।
চলো আরেকবার উড়ি,
চলো আরেকবার ভাসি,
চলো আরেকবার কাছে আসি শুধু তুমি আর আমি ।।

Category

🎵
Music

Recommended