• 9 years ago
Prem Tumi by Tahsan Bangla video Song From Angry Bird Natok 2015
----------------------------------------­
Song : Prem Tumi
Singer : Tahsan Khan
Lyric : Anwar Hossain Ador

-----------------------------------------------

আমার কল্পনা জুড়ে যে গল্পেরা ছিল
আড়ালে সব লুকনো
সেই গল্পরা সব রঙিন হলো পলকেই
তোমাকে হঠাৎ পেয়ে যেন

প্রেম তুমি আসবে এভাবে
আবার হারিয়ে যাবে ভাবিনি
আজও আছে সে পথ
শুধু নেই তুমি
বলো, কোথায় আছ অভিমানী

সব থেকেও কী যেন নেই
তোমাকে তাই খুঁজে যাই প্রতি ক্ষণে
আমার ভাল লাগাগুলো সব
তোমায় ভেবে সাঁজে রোজ রোজ এই মনে

প্রেম তুমি আসবে এভাবে
আবার হারিয়ে যাবে ভাবিনি
আজও আছে সে পথ
শুধু নেই তুমি
বলো, কোথায় আছ অভিমানী

চেয়ে থাকা দূর বহুদূর
যে পথে আজও রয়ে গেছ স্মৃতির পাতায়
এসোনা আর একটি বার
স্বপ্ন যত সাঁজাতে আবার
শুনছ কি আমায়

প্রেম তুমি আসবে এভাবে
আবার হারিয়ে যাবে ভাবিনি
আজও আছে সে পথ
শুধু নেই তুমি
বলো, কোথায় আছ অভিমানী।।

Category

🎵
Music

Recommended