বেলডাঙায় ১টি 9 এম এম, ১টি 7 এম এম, ৬টি ওয়ান শাটার ও ছয় রাউন্ড গুলি সহ আটক একজন দুষ্কৃতি। দুষ্কৃতির নাম গাজি রহমান। বাড়ি বেলডাঙা মির্জাপুর ভাদুড়ী খামারপাড়া এলাকায়। সূত্রে খবর পেয়ে রবিবার দুপুর ২ টা নাগাদ তাকে বেলডাঙা মির্জাপুর গ্রামের `সাথি` ভাটা থেকে বেলডাঙা থানার পুলিশ আটক করে। সোমবার তাকে আদলতে তোলা হয়।
দেখুন জেলাশ্রী নিউজের পর্দায়।
দেখুন জেলাশ্রী নিউজের পর্দায়।
Category
🗞
News