আজ বেলা দুটোর সময় আজিজুল হক বয়স 33 হাসিনা ব্যাগ সেন্টার এর নিজ দোকানের সামনে দাঁড়িয়ে ছিল রাস্তার উপর, সেই অবস্থায় উল্টো দিক থেকে 12 চাকা লরি এসে ধাক্কা মারে মাটিতে পড়ে যায় পেছনের চাকা মাথার উপর দিয়ে চলে যায়, ঘটনাস্থলে মারা যায়, ঘাতক ঘাতক লরিটি এবং ড্রাইভার খালাসী কে পুলিশ আটক করে এবং ডেড বডি ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়।
দেখুন জেলাশ্রী নিউজের পর্দায়।
দেখুন জেলাশ্রী নিউজের পর্দায়।
Category
🗞
News