How to apply for passport in Bangladesh online | পাসপোর্ট কিভাবে করবেন?
১। মেশিন রিডেবল পাসপোর্ট করতে প্রত্যেককে স্বশরীরে হাজির হয়ে ফরম গ্রহন,ফরম পূরণ, স্বহস্তে জমাদান, অতপর মেশিন রিডেবল রুমের ডিজিটাল ক্যামেরাতে ছবি এবং ফিঙ্গার প্রিন্ট মেশিনে হাতের ছাপ দিতে হবে । উল্লেখ্য ফরম জমাদানকালে জমাদানকারীকে অবশ্যই ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি/জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি ও চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদ সত্যায়িত ফটোকপি সহ ফরমের সাথে জমা দিতে হবে।
২। পুলিশ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে/পুলিশ প্রতিবেদন প্রয়োজন না হলে সরকারী কোষাগারে ৩০০০ টাকা জমাদানকারী গ্রাহকদের ১৫ কর্মদিবসের মধ্যে এবং ৬০০০ টাকা জমাদানকারী গ্রাহকদের ৭ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান নিশ্চিত করা হয়।
৩।কোন গ্রাহকের বিশেষ কোন জরুরী প্রয়োজনে যেমন চিকিৎসা, জরুরী অফিসিয়াল কর্তব্য ইত্যাদি কারণে পাসপোর্ট দ্রুত পেতে যথাযথ কর্তৃপক্ষের স্বরণাপন্ন হলে দুই/তিন কর্মদিবসের মধ্যে পুলিশ প্রতিবেদন প্রয়োজন হলে/কিংবা প্রাপ্তি সাপেক্ষে আপনার পাসপোর্ট প্রদান নিশ্চিত করা হবে। এজন্য আপনাকে কোন বাড়তি অর্থ প্রদান করতে হবে না।
৪। পাসপোর্ট ডেলিভারীর জন্য প্রস্তুত হলে এস.এম.এস এর মাধ্যমে আপনার মোবাইল নম্বরে মেসেজ প্রদান করা হবে এবং আবেদনকারীকে স্বশরীরে অফিসে এসে ডেলিভারি কাউন্টার থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।
৫। পাসপোর্ট সম্পর্কে যে কোন তথ্য জানতে যে কোন মোবাইল থেকে ৬৯৬৯ নম্বরে এস.এম.এস করুন। (পদ্ধতি- মোবাইলের মেসেজ অপশনে এম আর পি লিখে স্পেস দিন তারপর বারকোডের নিচের আইডি নম্বর লিখে ৬৯৬৯ নম্নরে পাঠিয়ে দিন কিংবা ৮১২৩১৯৩ নম্বরে ফোন করুন।
৬। কোন ব্যক্তি বা দালাল আপনার পাসপোর্ট দ্রুত করে দেয়ার নাম করে অতিরিক্ত অর্থদাবী করলে সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য (যেমন-নাম বা ফোন নম্বর ইত্যাদি) ০১১৯১০০১৩৫২ এবং ০১১৯১০০১৬৪১ নম্বরে অবহিত করুন।
How to Bangladeshi citizen can Submit Online Application for a new passport. With this video you can know how to fill-up MRP passport online application form in details.
১. পাসপোর্ট কিভাবে করবেন ?
২. অনলাইনে পাসপোর্টের আবেদন করবেন কিভাবে ?
Online Application for Bangladesh Machine Readable passport link: http://www.passport.gov.bd/
Online Application status for Bangladesh Machine Readable passport link: http://www.passport.gov.bd/OnlineStat...
পাসপোর্টের টাকা এখন থেকে সোনালী ব্যাংক ছাড়াও আরও পাঁচটি ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার ব্যাপারে অন্য পাঁচটি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর। এ পাঁচটি ব্যাংক হলো ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক। এসব ব্যাংকের যেকোনো শাখায় অর্থ জমা দেওয়া যাবে। অনলাইনে ক্রেডিট কার্ড ও মোবাইলের মাধ্যমে পাসপোর্টের ফি এসব ব্যাংকে পরিশোধ করা যাবে।
FREE Creative Commons License
You can use this music for free in your multimedia project (online videos (Youtube, Facebook,...), websites, animations, etc.) as long as you credit Bensound.com (in the description for a video).
For example: Music: https://www.bensound.com
#Passport_form #Online_passport_application #পাসপোর্ট #MRP_Passport
২। পুলিশ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে/পুলিশ প্রতিবেদন প্রয়োজন না হলে সরকারী কোষাগারে ৩০০০ টাকা জমাদানকারী গ্রাহকদের ১৫ কর্মদিবসের মধ্যে এবং ৬০০০ টাকা জমাদানকারী গ্রাহকদের ৭ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান নিশ্চিত করা হয়।
৩।কোন গ্রাহকের বিশেষ কোন জরুরী প্রয়োজনে যেমন চিকিৎসা, জরুরী অফিসিয়াল কর্তব্য ইত্যাদি কারণে পাসপোর্ট দ্রুত পেতে যথাযথ কর্তৃপক্ষের স্বরণাপন্ন হলে দুই/তিন কর্মদিবসের মধ্যে পুলিশ প্রতিবেদন প্রয়োজন হলে/কিংবা প্রাপ্তি সাপেক্ষে আপনার পাসপোর্ট প্রদান নিশ্চিত করা হবে। এজন্য আপনাকে কোন বাড়তি অর্থ প্রদান করতে হবে না।
৪। পাসপোর্ট ডেলিভারীর জন্য প্রস্তুত হলে এস.এম.এস এর মাধ্যমে আপনার মোবাইল নম্বরে মেসেজ প্রদান করা হবে এবং আবেদনকারীকে স্বশরীরে অফিসে এসে ডেলিভারি কাউন্টার থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।
৫। পাসপোর্ট সম্পর্কে যে কোন তথ্য জানতে যে কোন মোবাইল থেকে ৬৯৬৯ নম্বরে এস.এম.এস করুন। (পদ্ধতি- মোবাইলের মেসেজ অপশনে এম আর পি লিখে স্পেস দিন তারপর বারকোডের নিচের আইডি নম্বর লিখে ৬৯৬৯ নম্নরে পাঠিয়ে দিন কিংবা ৮১২৩১৯৩ নম্বরে ফোন করুন।
৬। কোন ব্যক্তি বা দালাল আপনার পাসপোর্ট দ্রুত করে দেয়ার নাম করে অতিরিক্ত অর্থদাবী করলে সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য (যেমন-নাম বা ফোন নম্বর ইত্যাদি) ০১১৯১০০১৩৫২ এবং ০১১৯১০০১৬৪১ নম্বরে অবহিত করুন।
How to Bangladeshi citizen can Submit Online Application for a new passport. With this video you can know how to fill-up MRP passport online application form in details.
১. পাসপোর্ট কিভাবে করবেন ?
২. অনলাইনে পাসপোর্টের আবেদন করবেন কিভাবে ?
Online Application for Bangladesh Machine Readable passport link: http://www.passport.gov.bd/
Online Application status for Bangladesh Machine Readable passport link: http://www.passport.gov.bd/OnlineStat...
পাসপোর্টের টাকা এখন থেকে সোনালী ব্যাংক ছাড়াও আরও পাঁচটি ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার ব্যাপারে অন্য পাঁচটি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর। এ পাঁচটি ব্যাংক হলো ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক। এসব ব্যাংকের যেকোনো শাখায় অর্থ জমা দেওয়া যাবে। অনলাইনে ক্রেডিট কার্ড ও মোবাইলের মাধ্যমে পাসপোর্টের ফি এসব ব্যাংকে পরিশোধ করা যাবে।
FREE Creative Commons License
You can use this music for free in your multimedia project (online videos (Youtube, Facebook,...), websites, animations, etc.) as long as you credit Bensound.com (in the description for a video).
For example: Music: https://www.bensound.com
#Passport_form #Online_passport_application #পাসপোর্ট #MRP_Passport
Category
📚
Learning