শাহ এ এম এস কিবরিয়া হত্যার ১২ বছর

  • 4 years ago
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের ১২ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি বিচার কাজ। দফায় দফায় তদন্তের বেড়াজালে আটকে থাকা এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হলেও এবার আইনী জটিলতায় ফের থমকে দাঁড়িয়েছে। দ্রুত এ জটিলতা কাটিয়ে কিবরিয়াসহ পাঁচ হত্যাকাণ্ডের বিচার সম্পন্নের দাবি স্বজনদের।

২০০৫ সালের ২৭ জানুয়ারি; হবিগঞ্জ বৈদ্যের বাজারে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় প্রাণ হারান সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ ৫ জন। এ ঘটনায় তখন আহত হয় আরো ৭০ জন।

পরে দায়ের করা মামলায় ৩ দফা তদন্ত শেষে সিলেট সিটি করপোরেশনের বহিস্কৃত মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের মেয়র জি.কে গউস ও বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ ৩৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়।

এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন হতাহতদের স্বজনরা।

২০১৫ সালে মামলাটি হস্তান্তর করা হয় সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে। ৩২ আসামীর মধ্যে বর্তমানে ১৪ জন কারাগারে, ১০ জন জামিনে এবং ৮ জন পলাতক রয়েছে।

Category

🗞
News

Recommended