The Manipuri Dance Perform by AMCA & Shantona Debi । Bisgaon Manipuri Festival 2020 ।Habiganj
Venue: HABIGONJ CHUNARUGHAT
The Bishgaon Manipuri Festival 2020 was held recently.
শান্তনা দেবী একাধারে একজন নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক ও সংগঠক। নৃত্যগুরু হিসেবে পেয়েছেন হরিদাস সরকার, বিপ্লব কর, মাধবী সিনহা ও শুক্লা সরকার প্রমুখকে। বর্তমানে শিখছেন গুরু শরাম রাশেশসরির কাছে। সাধারন নৃত্যের পাশাপাশি কত্থক, লোকনৃত্য, ভারতনাট্যম ও মনিপুরী নৃত্যে পারদর্শী তিনি। ১৯৯৭ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় সারা দেশে চ্যাম্পিয়ন হন শান্তনা দেবী। শুদ্ধ মনিপুরী নৃত্যচর্চার মাধ্যমে মনিপুরী নৃত্যকে টিকিয়ে রাখার লক্ষ্যে ২০০৩ সালে গড়ে তোলেন ‘একাডেমি ফর মনিপুরী কালচার অ্যান্ড আর্টস’। এই সংগঠনের মাধ্যমে মনিপুরী নৃত্যানুশীলনে এবং এর প্রসারে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে চলেছেন শান্তনা দেবী। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম দেশের গ-ি পেরিয়ে বিদেশেও প্রশংসিত হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন সিলেট নৃত্য শিল্পী সংস্থার সাথে।
Venue: HABIGONJ CHUNARUGHAT
The Bishgaon Manipuri Festival 2020 was held recently.
শান্তনা দেবী একাধারে একজন নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক ও সংগঠক। নৃত্যগুরু হিসেবে পেয়েছেন হরিদাস সরকার, বিপ্লব কর, মাধবী সিনহা ও শুক্লা সরকার প্রমুখকে। বর্তমানে শিখছেন গুরু শরাম রাশেশসরির কাছে। সাধারন নৃত্যের পাশাপাশি কত্থক, লোকনৃত্য, ভারতনাট্যম ও মনিপুরী নৃত্যে পারদর্শী তিনি। ১৯৯৭ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় সারা দেশে চ্যাম্পিয়ন হন শান্তনা দেবী। শুদ্ধ মনিপুরী নৃত্যচর্চার মাধ্যমে মনিপুরী নৃত্যকে টিকিয়ে রাখার লক্ষ্যে ২০০৩ সালে গড়ে তোলেন ‘একাডেমি ফর মনিপুরী কালচার অ্যান্ড আর্টস’। এই সংগঠনের মাধ্যমে মনিপুরী নৃত্যানুশীলনে এবং এর প্রসারে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে চলেছেন শান্তনা দেবী। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম দেশের গ-ি পেরিয়ে বিদেশেও প্রশংসিত হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন সিলেট নৃত্য শিল্পী সংস্থার সাথে।
Category
😹
Fun