বেলদা স্টেশন চত্বরে থাকা বিজেপির দলীয় কার্যালয় ভেঙে দিল রেলওয়ে। নোটিশের সময়সীমা দেওয়া হয়েছিল ৪৮ ঘন্টা। ৪৮ ঘন্টা শেষ হওয়ার পর বিজেপির দলীয় কার্যালয়টি ভেঙে দেওয়া হয়। বেলদা রেলস্টেশন সংলগ্ন এলাকায় দখলকৃত জায়গায় বিজেপির একটি দলীয় কার্যালয় ছিল। সেই অফিস থাকাকালীন বিজেপির দলীয় কার্যালয়ে ৪৮ ঘন্টার মধ্যে উচ্ছেদের নোটিস দেয় রেল। যদিও জায়গাটিতে লিজের কাগজ আছে বলে দাবী করে বিজেপি নেতৃত্ব। তবে ঘোষণার ৪৮ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেই দখলকৃত ঐ দলীয় কার্যালয় জেসিবি দিয়ে ভেঙে দেয় রেল।
Category
🗞
News