• 4 years ago
মহামারী পরিস্থিতিকে সামাল দিতে আসানসোল উওর বিধানসভায় ৭০ টি ক্লাবকে নিয়ে তৈরি হল কোভিড ফাইটিং ক্লাব। আসানসোলের সেনরেলে রোডের একটি বেসরকারি অনুষ্ঠান হলে এক বৈঠকের মধ্যে দিয়ে এই কোভিড ফাইটিং ক্লাবের সূচনা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা আসানসোল উওরের বিধায়ক মলয় ঘটক, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টপাধ্যায় ও কয়েকজন কাউন্সিলারসহ রেজিস্ট্রার ক্লাবগুলোর কর্তাব্যক্তিরা।
এদিন কাউন্সিলার অনিমেষ দাস বলেন, “উত্তর বিধানসভার ৭০ টি ক্লাবকে নিয়ে এই কোভিড ফাইটিং ক্লাবের সূচনা করা হল। কোভিড পরিস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে এই ক্লাব মানুষের মধ্যে সচেতনতা বাড়াবে।এছাড়া কোভিড টেষ্ট কি ভাবে করবেন, কখন করাতে হবে, যাদের কোভিড হচ্ছে তাদের বাড়ির লোকেরা কি ভাবে করবেন ,তার জন্য এই কোভিড ফাইটিং ক্লাবের মাধ্যমে ডাক্তার ও প্রফেসররা বাড়ি বাড়ি গিয়ে সচেতন করবেন। এছাড়া সময় মত অ্যাম্বুলেন্সে পাঠানো, বাড়ির লোকের পাশে দাঁড়ানো, মনোবল বাড়ানোর কাজ গুলো করে এই কোভিড ফাইটিং ক্লাব”।

Category

🗞
News

Recommended