কনডেম সেল থেকে ঐতিহাসিক ফাঁসির মঞ্চ | Jagonews24.com

  • 3 years ago
কারাগারের একমাত্র গেট দিয়ে ঢুকতেই সরু রাস্তা। দুদিকে বিভিন্ন সেল। সোজা ৫০ গজ হেঁটে যেতেই বাম পাশে চোখে পড়বে আরেকটি লোহার গেট আর শক্ত নিরাপত্তা বেস্টনি। ইট বিছানো পথ কিছু দূর হাঁটলেই হাতের বাম দিকে ছোট ছোট আটটি গেট। আর ডানেই রয়েছে নাজিমউদ্দীন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ঐতিহাসিক ফাঁসির মঞ্চ।

এই মঞ্চেই ফাঁসি কার্যকর হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচ খুনি বজলুল হুদা, আর্টিলারি মুহিউদ্দিন, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহারিয়ার রশিদ খান ও ল্যান্সার মহিউদ্দিন আহমেদের। এখানেই ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে যুদ্ধাপরাধী কাদের মোল্লা, কামারুজ্জামান, মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদদের।

https://www.jagonews24.com/national/news/236710

Recommended