ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। এখনো জমেনি রাজধানীর পাইকারি জুতার মার্কেট। মার্কেটের বেশির ভাগ দোকান এখনো ক্রেতাশূন্য। ফলে অধিকাংশ ব্যবসায়ী ক্রেতার অপেক্ষায় অলস সময় পার করছেন।
শনিবার (২৫ মে) সকালে জুতার বৃহত্তম পাইকারি মার্কেট হিসেবে পরিচিত ফুলবাড়িয়া মার্কেটে দেখা যায়, অধিকাংশ দোকান মালিক অলস বসে রয়েছেন। মার্কেটজুড়ে দেখা যায় দু-একজন ক্রেতা। কথা হয় প্রমিজ সুজের মালিক যোবায়েরের সঙ্গে।
বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/national/news/502600
শনিবার (২৫ মে) সকালে জুতার বৃহত্তম পাইকারি মার্কেট হিসেবে পরিচিত ফুলবাড়িয়া মার্কেটে দেখা যায়, অধিকাংশ দোকান মালিক অলস বসে রয়েছেন। মার্কেটজুড়ে দেখা যায় দু-একজন ক্রেতা। কথা হয় প্রমিজ সুজের মালিক যোবায়েরের সঙ্গে।
বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/national/news/502600
Category
🗞
News