• 3 years ago
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া শুরু করেছে বিকল্পধারা।

মঙ্গলবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর বাড্ডা লিংক রোড সংলগ্ন ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে বিকল্পধারার নতুন নির্বাচনী কার্যালয়ে সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়।
বিকল্পধারার সাক্ষাৎকার বোর্ড রয়েছেন- মনোনয়ন বোর্ড চেয়ারম্যান, যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। অন্য সদস্যের মধ্যে রয়েছেন বিকল্পধারা মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, মাহী বি. চৌধুরী, আবদুর রউফ মান্নান, এস এম গোলাম রেজা, প্রেসিডিয়াম সদস্য বিকল্পধারা, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, অধ্যাপক আনোয়ারা বেগম, মযহারুল হক শাহ চৌধুরী, সহ-সভাপতি মাহবুব আলম এবং সহ-সভাপতি শিপ্রা রহিম।

এর আগে গত ১৩ নভেম্বর থেকে ফরম বিতরণ ও জমা নেয়া শুরুর পর আজ নেয়া হচ্ছে ২০ জনের সাক্ষাৎকার। আগামীকালও চলবে এ কার্যক্রম।

যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম জানান, এখন পর্যন্ত দেড়শ জন বিকল্পধারার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

Category

🗞
News

Recommended