• 3 years ago
দিলীপ ঘোষ। পেশায় একজন অবসর প্রাপ্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক।

পেশা না হলেও ছোট বেলা থেকেই গিটার বাজানো তার নেশা। তিনি হাওয়াইয়ান গিটার বাজান।
৩২ বছর ধরে টিকিয়ে রেখেছেন তার এই গিটার বাজানো। বহু সুর তুলেছেন তিনি গিটারে। প্রথম যখন তিনি গিটার শিখেন তখন ৫০০ টাকার একটি কাঁঠের গিটার দিয়েই শুরু করেন।

দেশের বিভিন্ন অঞ্চলে তিনি গিটার বাজান। সুরের মাধ্যমে শ্রোতাদের নিকট পৌঁছে দেন ভালবাসা।

দিলীপ ঘোষ বলেন, হাওয়াইয়ান গিটার এখন প্রায় বিলুপ্তির পথে। আমি চাই যুগ যুগ ধরে বেঁচে থাকুক হাওয়াইয়ান গিটারের সুর। এজন্য পৃষ্ঠপোষকতা দরকার।

সরকারী,বেসরকারী অনুষ্ঠান গুলোতে আমাদের ডাকলে এর প্রসার আরো বাড়তো। জনপ্রিয় হতো হাওয়াইয়ান গিটার।

আমি চাই ফ্রিতে শিখাবো এ গিটার বাজানো। তরুণ প্রজন্মের মাঝে তুলে ধরবো হাওয়াইয়ান গিটারের ঐতিহ্য।

এটি মূলত ভারতীয় গিটার। প্রাচীন ভারত থেকেই এ গিটারের চর্চা হয়ে আসছে।

#hawaiianguitar

Category

🗞
News

Recommended