মঙ্গলবার সন্ধ্যায় আলি-রিচার রিসেপশনে ছিল এলাহি আয়োজন। উপস্থিত ছিলেন দুজনেরই আত্মীয়-স্বজন থেকে শুরু করে বন্ধু-বান্ধব এবং বলি তারকারাও। কৌশিক ভেলেন্দ্রার ডিজাইনার পোশাকে এদিন দেখা গিয়েছে আলিকে অন্যদিকে অনামিকা খান্নার ডিজাইন করা একেবারে অন্য ধরনের পোশাকে দেখা গিয়েছে রিচাকে। তবে তাঁদের রিসেপশান পার্টিনে সবর নজর কেড়েছেন ভিকি কৌশল।
Category
🎥
Short film