আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসার পর থেকেই সবাই এখন তাকিয়ে রয়েছেন কবে মা হওয়ার সুখবর দেন আলিয়া সেই দিকেই, এরই মাঝে আলিয়ার বাড়িতে হয়ে গেল এক বিশেষ অনুষ্ঠান যেখানে দেখা গেল করিশ্মা কাপুর, নিতু সিং, রিধিমা কাপুরদের। জানা গিয়েছে আলিয়ার সাধের অনুষ্ঠান ছিল, আর সেই অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর বাড়িতে গিয়েছিলেন নিতু-করিশ্মারা।
Category
😹
Fun