ওগো চৈতী রাতের চাঁদ, যেয়ো না .....
নজরুল সঙ্গীত/নজরুল গীতি
কথা ও সুর :- কাজী নজরুল ইসলাম।
শিল্পী :- জয়দীপ ভট্টাচার্য্য।
সঙ্গত :- সুব্রত দাস।
চৈত্র শেষের গান
চৈত্রী সঙ্গীত।
****************"*************************
O go chaiti rater chand....
Nazrulgeeti
Lyrics & composer :- Kaji Nazrul Islam.
Artist :- Jaydip Bhattacharyya.
Accompanist :- Subrata Das.
Chaiti gan
******************************************
গানের কথা
ওগো চৈতী রাতের চাঁদ, যেয়ো না
সাধ না মিটিতে যেতে চেয়ো না।।
হের তরুলতায় কত আশার মুকুল,
ওগো মাধবী-চাঁদ আজো ফোটেনি ফুল,
তুমি যেয়ো না, প্রিয় যেয়ো না —
ঝরা মুকুলে বনবীথি ছেয়ো না
তুমি যেয়ো না, প্রিয় যেয়ো না,
ওগো যেয়ো না।।
তাজা ফুলের নেশায় পাগল দখিন হাওয়া
আজো ভোলেনি পাপিয়া 'পিয়া পিয়া' গাওয়া
তুমি এখনি বিদায়-গীতি গেয়ো না
তুমি যেয়ো না, প্রিয় যেয়ো না।।
******************************************
নজরুল সঙ্গীত/নজরুল গীতি
কথা ও সুর :- কাজী নজরুল ইসলাম।
শিল্পী :- জয়দীপ ভট্টাচার্য্য।
সঙ্গত :- সুব্রত দাস।
চৈত্র শেষের গান
চৈত্রী সঙ্গীত।
****************"*************************
O go chaiti rater chand....
Nazrulgeeti
Lyrics & composer :- Kaji Nazrul Islam.
Artist :- Jaydip Bhattacharyya.
Accompanist :- Subrata Das.
Chaiti gan
******************************************
গানের কথা
ওগো চৈতী রাতের চাঁদ, যেয়ো না
সাধ না মিটিতে যেতে চেয়ো না।।
হের তরুলতায় কত আশার মুকুল,
ওগো মাধবী-চাঁদ আজো ফোটেনি ফুল,
তুমি যেয়ো না, প্রিয় যেয়ো না —
ঝরা মুকুলে বনবীথি ছেয়ো না
তুমি যেয়ো না, প্রিয় যেয়ো না,
ওগো যেয়ো না।।
তাজা ফুলের নেশায় পাগল দখিন হাওয়া
আজো ভোলেনি পাপিয়া 'পিয়া পিয়া' গাওয়া
তুমি এখনি বিদায়-গীতি গেয়ো না
তুমি যেয়ো না, প্রিয় যেয়ো না।।
******************************************
Category
🎵
Music