• 2 years ago
রিম ঝিম ঝিম ঝিম ঝিম তালে সুর ঢালে কে

স্বর্ণ যুগের গান
আধুনিক বাংলা গান
হারানো দিনের গান
কথা :- গৌরীপ্রসন্ন মজুমদার।
সুর :- সলিল চৌধুরী।
শিল্পী :- অপর্ণা ভট্টাচার্য্য।
তবলায় :- সুব্রত দাস।
রেকর্ড শিল্পী :-গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।
******************************************
Rim Jim Jim Jim Jim tale sur dhale ke

Lyrics :- Gouriprosanna Majumdaar.
Composer :- Salil Choudhary.
Artist :- Aparna Bhattacharyya.
Accompanist :- Subrata das.
******************************************
Lyrics:---

রিম ঝিম ঝিম ঝিম ঝিম তালে সুর ঢালে কে
মোর প্রাণে দোলানে গান যেন
জাগে সুরভি ঝরানো বায়।।

ও চম্পাবতীর প্রাণে আজি রঙ ধরেছে,
বেনু বনের শিক্ত ছায়ায় সুর ঝরেছে
খুঁজি দোসর মোর বেলা যে যায়।।

আজি এ প্রাণে কি মায়া লাগে
জানি না তো নদী কি অনুরাগে
রামধনু কখন ছড়াবে হাসি
তাই ভেবে যায় বেলা মন যে উদাসী।
কি জানি কেন হায়রে আমার মন মানে না
কি যেন সহে আজো ও গো কেউ জানে না,
ঝরে বাদল মোর আকুলতায়।।

কথা:- গৌরীপ্রসন্ন মজুমদার
সুর :- সলিল চৌধুরী।
********************************************
Rim Jim Jim Jim Jim tale
Sandhya Mukhopadhyay.
Swarna juger gaan
Rain song
রিম ঝিম ঝিম ঝিম ঝিম তালে
সন্ধ্যা মুখোপাধ্যায়
স্বর্ণ যুগের গান
হারানো দিনের গান
আধুনিক বাংলা গান
******************************************

Category

🎵
Music

Recommended