গত ২৬ -শে নভেম্বর ২০২৩ ইং তারিখ রবিবার, গোয়ার ভাস্কো-ডা-গামার অন্তর্গত, চিকালাম স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত, "Shotokan Karate Do Indian Association" - পরিচালিত, ভারত সহ বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভূটান, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং জাপান এই ০৭ -টি দেশ নিয়ে আন্তর্জাতিক ক্যারাটে ক্রীড়া প্রতিযোগীতা - ২০২৩ এ কোচবিহার জেলা থেকে, "অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডু ফেডারেশন" -র সাধারণ সম্পাদক, বিক্রমাদিত্য বর্মনের নেতৃত্বে "ইন্টেলিজেন্স স্পোর্টস ক্যারাটে ডু আল্টিমেট" কোচিং ক্যাম্পে প্রশিক্ষণরত তিন ক্যারাটে ছাত্রী, ভারতীয় দলের হয়ে অংশগ্রহণ করতে, সুদূর পশ্চিমবঙ্গ রাজ্যের শেষ প্রান্ত কোচবিহার জেলা থেকে এসে, নন্দিনী রায় সাব জুনিয়ার, অনূর্ধ্ব ১০ বৎসর বয়স, ২৫ কেজি ওজন বিভাগে কাতা ইভেন্টে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করে। প্রিয়াশ্রী বাগচি সাব জুনিয়ার, অনূর্ধ্ব ১৩ বৎসর বয়স, ৪৬ কেজি ওজন বিভাগে কাতা ইভেন্টে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করে ও কুমিতে ইভেন্টে দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক লাভ করে এবং সুষমা সরকার ক্যাডেট, অনূর্ধ্ব ১৪ বৎসর, ৪১ কেজি ওজন বিভাগে কাতা ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করে করে ব্রোঞ্জ পদক ও কুমিতে ইভেন্টে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করে।
Category
🥇
Sports