• last year
আজ ১৪-ই আগস্ট ২০২৪ ইংরেজি তারিখ বুধবার, আমাদের এই রাজ্যের স্নেহধন্য মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রতিষ্ঠিত ২০১৪ সালের ১৪-ই আগস্ট একগুচ্ছ প্রকল্পের সাথে জন্ম নেয় কন্যাশ্রী প্রকল্প। আজ সেই কন্যাশ্রী প্রকল্প বিশ্বশ্রীর ১১-তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান উপলক্ষে, কোচবিহার জেলার জেলা শাসক, শ্রী অরবিন্দ কুমার মিনা (আই. এ. এস) মহাশয়ের উদ্যোগে আয়োজিত রবীন্দ্রভবনে জেলাস্তরীয় কন্যাশ্রী দিবস উদযাপন অনুষ্ঠানে, দিনহাটা মহাকুমার মধ্যস্থিত দিনহাটা ১-নং ব্লকের অন্তর্গত, "অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডু ফেডারেশন" -এ জাতীয় মানের ক্যারাটে প্রশিক্ষক, শ্রীমান বিক্রমাদিত্য বর্মন মহাশয়ের কাছে ক্যারাটে প্রশিক্ষণরত, "জোড়পাকুড়ি উচ্চ বিদ্যালয়" -এর 'দশম' শ্রেণীর 'খ' বিভাগের ছাত্রী, শ্রীমতি সুষমা সরকার স্পেশাল অ্যাক্টিভিটিসের আওতায় ক্যারাটেতে একের পর এক নজরকারা অনন্য সাফল্যের জন্য আজকে জেলাশাসক মাননীয় শ্রী অরবিন্দ কুমার মিনা (আই. এ. এস) মহাশয়ের হাত থেকে জেলা পর্যায়ে জেলার সর্বোচ্চ কন্যাশ্রী সম্মাননা পেতে চলেছে। তদুপলক্ষে সুষমা সরকারকে তার নিজস্ব বিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও কন্যাশ্রী বিভাগের শিক্ষক মাননীয় শ্রী প্রদ্যুৎ মন্ডল মহাশয় স্বাগত ও আগামীর শুভেচ্ছা জানিয়েছে। পাশাপাশি দিনহাটার "বড়ো শৌলমারী ঠাকুর পঞ্চানন উচ্চ বিদ্যালয়" -এর প্রধান শিক্ষক মাননীয় শ্রী সজল কুমার সাহা মহাশয় স্বাগত ও আগামী সুউঁচ্চের শুভেচ্ছা জানিয়েছে। এছাড়াও দিনহাটার আরো বিভিন্ন মহল থেকে অনেকেই শুভেচ্ছা বার্তা জানিয়েছে।

Category

🥇
Sports

Recommended