আকাশের অস্তরাগে—
হারানো দিনের গান
আধুনিক বাংলা গান
কথা :- গৌরীপ্রসন্ন মজুমদার।
সুর :- হেমন্ত মুখোপাধ্যায়।
পরিবেশনায় :- অপর্ণা ভট্টাচার্য্য।
সঙ্গত :- সুব্রত দাস।
সূর্যমুখী কথা চিত্রের গান
******************************************
Aakasher astra rage....
Harano diner gan
Swarna juger gaan
Adhunik bangla gan
Lyrics :- Gouriprosanna majumdaar
Composer :-Hemant Mukherjee.
Artist :- Aparna Bhattacharyya
Accompanist :-Subrata das
******************************************
গানের কথা ::
আকাশের অস্তরাগে--
আমারই স্বপ্ন জাগে,
তাই কি হৃদয়ে দোলা লাগে।
আজ কান পেতে শুনেছি আমি—
মাধবীর কানে কানে কহিছে ভ্রমর,
“আমি তোমারই”,
সেই সুরে স্বপ্নের মায়াজাল বুনেছি আমি
মনে হয় এ লগন আসেনি আগে।
এবার বুঝেছি আমি
চাঁদ কেন চেয়ে থাকে চকোরীর পানে,
আমি যে তোমারই ওগো
বলি কানে কানে।
আজ কান পেতে শুনেছি আমি—
সাগরের কানে কানে তটিনী বলে,
“আমি তোমারই”,
কি আশায় তিয়াসায় দিন শুধু গুনেছি আমি
বাতাসের বাঁশী বাজে কি অনুরাগে।
————–
‘সূর্যমুখী\’ কথাচিত্রের গান।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়।
সুর : হেমন্ত মুখোপাধ্যায়।
হারানো দিনের গান
আধুনিক বাংলা গান
কথা :- গৌরীপ্রসন্ন মজুমদার।
সুর :- হেমন্ত মুখোপাধ্যায়।
পরিবেশনায় :- অপর্ণা ভট্টাচার্য্য।
সঙ্গত :- সুব্রত দাস।
সূর্যমুখী কথা চিত্রের গান
******************************************
Aakasher astra rage....
Harano diner gan
Swarna juger gaan
Adhunik bangla gan
Lyrics :- Gouriprosanna majumdaar
Composer :-Hemant Mukherjee.
Artist :- Aparna Bhattacharyya
Accompanist :-Subrata das
******************************************
গানের কথা ::
আকাশের অস্তরাগে--
আমারই স্বপ্ন জাগে,
তাই কি হৃদয়ে দোলা লাগে।
আজ কান পেতে শুনেছি আমি—
মাধবীর কানে কানে কহিছে ভ্রমর,
“আমি তোমারই”,
সেই সুরে স্বপ্নের মায়াজাল বুনেছি আমি
মনে হয় এ লগন আসেনি আগে।
এবার বুঝেছি আমি
চাঁদ কেন চেয়ে থাকে চকোরীর পানে,
আমি যে তোমারই ওগো
বলি কানে কানে।
আজ কান পেতে শুনেছি আমি—
সাগরের কানে কানে তটিনী বলে,
“আমি তোমারই”,
কি আশায় তিয়াসায় দিন শুধু গুনেছি আমি
বাতাসের বাঁশী বাজে কি অনুরাগে।
————–
‘সূর্যমুখী\’ কথাচিত্রের গান।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়।
সুর : হেমন্ত মুখোপাধ্যায়।
Category
🎵
Music