Skip to playerSkip to main contentSkip to footer
  • today
ABP Ananda LIVE : 'বডি নিয়ে শ্রীনগরে নামছি'ডুকরে কেঁদে উঠলেন স্ত্রী। কয়েকদিন আগেই হাসিখুশি মানুষটা আগলে রাখতেন। আজ তিনিই নেই। কয়েক মিনিটে ধসে গেল বিতান অধিকারীর পরিবার। পহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্য়ু হয়েছে কলকাতার এক বাসিন্দার।   নিহত বিতান অধিকারীর বাড়ি নেতাজিনগর থানা এলাকার বৈষ্ণবঘাটা লেনে। সঙ্গে ছিলেন স্ত্রী ও ছোট্ট ছেলে।  স্ত্রী ও সন্তানকে নিয়ে কাশ্মীর বেড়াতে গেছিলেন তিনি। জানা গিয়েছেন, মঙ্গলবারকাঁধে গুলি লাগে বিতান অধিকারীর। পরে অবস্থার অবনতি হলে মৃত্য়ু হয় তাঁর। আতঙ্কের ঘোর কাটাতে পারছেন না স্ত্রী। বলছেন, আমি বাড়ি ফিরতে চাই। কিন্তু তার আগে স্বামীর দেহের ময়নাতদন্ত হবে। 

Category

🗞
News

Recommended