Skip to playerSkip to main contentSkip to footer
  • today
ABP Ananda Live: বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী । 'এখানে অনেক বাড়ির অবস্থা বিপজ্জনক' । কয়েকদিনের জন্য বাসিন্দাদের সরিয়ে বাড়িগুলো সংস্কার করা হোক' । 'অনেক বহুতলে অগ্নিনির্বাপণ ব্যবস্থাও নেই' । 'বড়বাজারের হোটেল সিল করে দেওয়া হবে' । হোটেলের সিঁড়ি বন্ধ থাকায় মানুষ নামতে পারেননি' । সিঁড়িতে আটকে ২ জনের মৃত্যু হয়েছে' 'ধোঁয়ায় দমবন্ধ হয়ে এতগুলো মানুষের প্রাণ চলে গেল' । আমরা ৯০ জনের জীবন বাঁচাতে পেরেছি' । এই ধরনের বহুতলের আর অনুমোদন দেওয়া হবে না' । 'বড়বাজারে অগ্নিকাণ্ডের পৃথক তদন্ত করবে পুরসভা' । দমকল, পুলিশ সারপ্রাইজ ভিজিট করুক' । 'আগুন নিয়ে খেলবেন না' । কথা না শুনলে পুরসভা, পুলিশ, দমকল ব্যবস্থা নেবে' ।

Category

🗞
News

Recommended