• 6 years ago
একাত্তরে উদ্বাস্তু শিবিরে বাঙালি - ০১ [ নিউজ ফুটেজ ]

ব্রিটিশ টেলিভিশনে সম্প্রচারিত

২৩ এপ্রিল, ১৯৭১

ব্রিটিশ সাংবাদিক রিচার্ড



ব্রিটিশ এমপি ব্রুস ডগলাস ম্যান ও জন স্টোনহাউজ একাত্তরের এপ্রিলে ভারতের বনগাঁওতে আশ্রয় নেয়া তৎকালীন পূর্ব-পাকিস্তানের (বাংলাদেশের) বাঙালি উদ্বাস্তুদের সাথে দেখা করেন।

ব্রিটিশ এমপিরা উদ্বাস্তু শিবিরে বাঙালি-উদ্বাস্তুদের কাছে পূর্ব-পাকিস্তানে (বাংলাদেশে) পাকিস্তানী সামরিক বাহিনী, বিহারী ও রাজাকারদের হাতে গণহত্যা, ধর্ষণ ও নির্মম অত্যাচারের ভয়ংকর বর্ণনা শুনেন এবং উদ্বাস্তু শিবিরে বাঙালিদের মানবেতর জীবন-যাপন অবলোকন করেন।

ব্রিটিশ এমপি ব্রুস ডগলাস ম্যান বলেন-

বাঙালি উদ্বাস্তুদের মুখে অত্যাচারের বর্ণনা শুনে বুঝতে পারি, পূর্ব-পাকিস্তানে (বাংলাদেশে) পাকিস্তানী সামরিক বাহিনী, বিহারী ও তাদের বাঙালি দোসরদের হাতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটছে।
বাঙালিদের গ্রাম জ্বালিয়ে দেয়া হচ্ছে, তাদের নিপীড়ন করা হচ্ছে, আওয়ামী লীগের সাথে জড়িতদের হত্যা করা হচ্ছে।

ব্রিটিশ এমপি জন স্টোনহাউজ বলেন-

পাকিস্তান একটি সার্বভৌম রাষ্ট্র হলেও পূর্ব-পাকিস্তানে (বাংলাদেশে) বাঙালিদের উপর পাকিস্তানী সামরিক বাহিনী, বিহারী ও তাদের বাঙালি দোসররা যে ভয়ংকর অত্যাচার করছে, এর পরে আর্ন্তজাতিক সম্প্রদায় আর নিশ্চুপ বসে থাকতে পারে না।

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ:
http://www.liberationwarbangladesh.org/2014/08/blog-post_9.html

Category

🗞
News

Recommended