সেই রাতের কথা বলতে এসেছি

  • 6 years ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোন উদাস পথিকের সৌন্দর্য অবলোকন নয়। নয়- স্মৃতি জাগানিয়া গ্রামোফোনের পুরনো কোন গান। একাত্তরের মুক্তিযুদ্ধ; বিশ্বসভ্যতায় একটি জাতির স্পর্ধিত আবির্ভাব। যুদ্ধের নয় মাসে এই জাতি হারিয়েছে তিরিশ লাখ তাজা প্রাণ, দু’লাখ নারীর সম্ভ্রম। শুধুমাত্র পঁচিশে মার্চ রাতেই পাকিস্তানী বাহিনীর হাতে প্রাণ দিয়েছে অসংখ্য বাঙালি নারী-পুরুষ। ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন, তত্কালীণ ইপিআর ব্যারাক পিলখানা, বংশাল, ধানমন্ডি, মোহাম্মদপুর সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলেছে পাকিস্তানীদের নারকীয় হত্যাকাণ্ড। একাত্তরের পঁচিশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাকিস্তানী বাহিনী রাতভর যে নজিরবিহীন হত্যাকাণ্ড চালায় তাকে কেন্দ্র করে নির্মিত এই প্রামাণ্যচিত্র- “সেই রাতের কথা বলতে এসেছি”।

সেই রাতের কথা একটি প্রামাণ্যচিত্রে শেষ হবেনা। আজও কাটেনি সেই রাতের অন্ধকার, থেকে গেছে ছোপ ছোপ। মুক্তির পথ দীর্ঘ হছে প্রতিদিন। ইতিহাসের পাতায় জমেছে শ্যাওলা। নতুন প্রজন্ম পড়ে গেছে ইতিহাসের আড়ালে। দেয়াল তৈরী হয়েছে একাত্তর আর নতুন প্রজন্মের মাঝে। তাই, “সেই রাতের কথা” ইতিহাসের সন্ধানে ক্ষুদ্র একটি প্রচেষ্টা- নতুনদের জন্যে।

Recommended