স্কুলের নাম গোসাইপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়। উচ্চমাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা সেই স্কুলের সামনে দাঁড়িয়েই 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হায় হায়' স্লোগান দিল। তাদের দাবি, ‘ভালো পরীক্ষা’ দিয়েছিল তারা। কিন্তু, তা সত্ত্বেও কোনও এক অজানা কারণে ফেল করেছে তারা। তাই শিক্ষা ব্যবস্থাকে স্লোগান দিয়ে ‘তুলধনা’ করতে চাইছে তারা। বাদ পড়লেন না বিদ্যাসাগরও।
Category
🗞
News