• 3 years ago
বঙ্গসংস্কৃতির অন্যতম ঐতিহ্য পটচিত্র। বিশেষভাবে তৈরি কাপড় বা ক্যানভাসের উপর আঁকা হয় লোকচিত্র। প্রাচীন বাংলার অন্যতম এই চিত্রের মাধ্যমে নানা পৌরাণিক ও সামাজিক কাহিনী বা গল্প ফুটিয়ে তোলা হয়। চিত্রকর অর্থাৎ যিনি শিল্পী, তিনি সেই গল্প বা কাহিনী গান ও চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলেন। প্রাচীনকালে যখন কোনও শিল্পকলার অস্তিত্ব ছিল না, তখন এই পটশিল্পই ছিল বাংলার শিল্পকলার ঐতিহ্যের ধারক ও বাহক। যাঁরা পটচিত্র অঙ্কন করেন তাঁদেরকে পটুয়া বলা হয়। রামায়ণ, মহাভারতের পাশাপাশি সমাজের নানা বিষয় নিয়ে পটচিত্র মানুষের জনপ্রিয় ছিল।

Category

🗞
News

Recommended