কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশজুড়ে চলা আন্দোলনের আঁচ যাতে মুর্শিদাবাদে না পড়ে, সেজন্য জেলার একাধিক স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তেই বিক্ষোভ দেখানো হচ্ছে। জ্বলছে আগুন। এমনকী, জ্বালিয়ে দেওয়া হচ্ছে ট্রেন ও বাস। এবার সেই অশান্তির আঁচ এড়াতে মুর্শিদাবাদ জেলার একাধিক স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার থেকেই স্টেশনে টহলদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকার স্টেশন কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে।
Category
🗞
News