• 3 years ago
আজ।পুরীর জগন্নাথের বারো বছর অন্তর হয় কবকলেবর।সেখানে আষাঢ় মাস দুটি প্রতিপদ পড়লে জগন্নাথ বলভদ্র সুভদ্রার বিগ্রহ পরিবর্তন করা হয়। কিন্তু মাহেশের নিয়ম খানিক আলাদা। হয়না।৬২৬ বছর ধরে একই দারু(নিম) কাঠের বিগ্রহে পূজিত হয়ে আসছেন জগন্নাথ।রীতি অনুযায়ী পনের দিন আগে স্নান যাত্রা হয়েছিল।দুধ গঙ্গাজল দিয়ে স্নান করানো হয়েছিল জগন্নাথ দেবকে।স্নানের পর জ্বর আসায় লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগন্নাথ।অঙ্গরাগ হয় তার।কবিরাজের পাঁচন খেয়ে জ্বর ছাড়ে।এই সময় ভক্তদের জন্য বন্ধ থাকে জগন্নাথ মন্দিরের দরজা।আজ আবার ভক্তদের দেখা দেন জগন্নাথ দেব।আজ সারাদিন হোমযজ্ঞ হবে।হবে ছাপ্পান ভোগ অর্থাৎ ভক্তরা আজ যা দেবে তা গ্রহন করবেন জগন্নাথ। আজই রুপোর হাত পরানো হয় তাঁকে। সকাল থেকে ভক্তরা আসছেন পুজো দিতে।

Category

🗞
News

Recommended