• 3 years ago
২০২০ থেকে ২০২১ কোভিড বিধি নিষেধের গেরোয় আটকে ছিল বিশ্ব বিখ্যাত পুরীর রথযাত্রা। এবছর ফের একবার স্বমহিমায় আয়োজিত জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা। এই রথ যাত্রায় সামিল হতে দেশ বিদেশ থেকে অগুনতি ভক্ত পৌঁছে যান জগন্নাথ ধামে। এদিনই তো ভক্তদের সঙ্গে মিলে যান জগন্নাথ-বলভদ্র-সুভদ্রা।

Category

🗞
News

Recommended