দুর্গাপুজো আসলে বাঙালির আবেগের আর এর নাম। দুর্গাপুজো আসলে এক মেগা কার্নিভালের নাম। দুর্গাপুজো আসলে এমন এক মিলন মেলা যেখানে সব ভেদাভেদ ভুলে মানুষ এক হয়ে যান। দুর্গাপুজো আসলে এমন একটা টাইম মেশিন যাতে সওয়ার হয়ে চোখের পলকে পৌঁছে যাওয়া যায় ছোটবেলার ফেলে আসা কোনও কোনও মুহূর্তে। এমন এক মুহূর্তে যেখানে সময় যেন আজও থমকে দাঁড়িয়ে আছে।
ক্যালেন্ডারের তারিখ গুনে বলতে গেলে ৩ মাস বাকি ঢাকে কাঠি পড়তে... কিন্তু কুমোরটুলির সেকেন্ড লাস্ট পিরিয়ডের বেল কিন্তু পড়ে গেছে।
ছোট বড় প্রতিটি স্টুডিয়োতে চলছে জোর কদমে কাজ। এদিকে হাতে সময় লিমিটেড আবার বর্ষার চোখ রাঙানিও রয়েছে। সময় আর প্রকৃতির সঙ্গে জোর টক্কর দিয়ে গোল পোস্টের দিকে এগিয়ে যাচ্ছেন মৃত্ শিল্পীরা।
কুমোরটুলির ব্যস্ততা ধরা পড়ল এই সময় ডিজিটালের ক্যামেরায়....
Category
🗞
News